পার্বতীপুরে নদী থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

আপডেট: জানুয়ারি ৫, ২০২৫, ৯:৪০ অপরাহ্ণ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি


দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সাখাওয়া নদী থেকে এক অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (৫ জানুয়ারি) বিকেলে খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ সাখাওয়া নদী থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করে।

জানা গেছে,পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের বাসুপাড়া ও সর্দার পাড়ার মাঝা-মাঝি সাখাওয়া নদীর সুইস গেটের পানিতে অর্ধ ডুবন্ত অবস্থায় এক যুবকের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশ কে খবর দেয়। খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্হলে যেয়ে লাশ উদ্ধার করে। ওই যুবকের বয়স অনুমানিক ৩৫ বছর। তার পরনে জিন্সের প্যান্ট ও ছাই রঙ্গের গেঞ্জি এবং গেঞ্জির পিছনে ইংরেজিতে লেখা আছে (ঊষবপঃৎরপধষ ঊহমরহববৎ,হড় ৎবংরংঃধহপব পধহ মৎড়ঁঢ়, ড়ঁৎ ঢ়ড়ঃবহঃরধষ)। তবে তার কোন পরিচয় পাওয়া যায়নি এবং মৃত্যুর আসল কারনও জানা যায়নি।

জানা যায়,নদী থেকে উদ্ধারকৃত যুবকের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

যোগাযোগ করা হলে পার্বতীপুর মডেল থানার ওসি মোঃ আব্দুস ছালাম বলেন, মৃত যুবকের লাশ অন্য কোন স্হান থেকে নদীতে ভেসে এখানে এসেছে। তার পকেটে গাম জাতীয় নেশা দ্রব্য পাওয়া গেছে। এ থেকে ধারণা করা হচ্ছে যে, সে নেশাগ্রস্ত অবস্থায় নদীতে পড়ে তার মৃত্যু হয়েছে। আনুমানিক এক সপ্তাহ আগে নদীতে পড়ে তার মৃত্যু ঘটেছে বলে উদ্ধারকৃত লাশ দেখে ধারণা করা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ