মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপৃর) প্রতিনিধি :
দিনাজপুরের পার্বতীপুরে নাশকতার মামলায় জামাত কর্মী ফারুক হোসেন (৪৩) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাতে মোমিনপুর ইউনিয়নের যশাইমোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, বিএনপি-জামাতের ডাকা হরতাল-অবরোধ চলাকালে ১ নভেম্বর সন্ধ্যায় পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের হলদিবাড়ী পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন রাস্তা অবরোধ করে একটি মোটর সাইকেলে আগুন দেয় দূর্বৃত্তরা। তাৎক্ষণিক থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অবরোধকারীরা পালিয়ে যায়।
রে যানবাহন চলাচাল স্বাভাবিক করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় রাতেই পার্বতীপুর মডেল থানায় নাশকতার একটি মামলা রজু করা হয়।
ফারুক হোসেন ওই মামলার একজন আসামী। বৃহস্পতিবার রাতে পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের হয়বৎপুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি জামাতের একজন সক্রিয় সদস্য ও হয়বৎপুর যশাইমোড় এলাকার মৃত আব্দুল মোত্তালেবের ছেলে বলে জানা গেছে।