পার্বতীপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট: অক্টোবর ১৯, ২০২৩, ১:৫১ অপরাহ্ণ


পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :


দিনাজপুরের পার্বতীপুরে পুকুরে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) দুপুরে পৌরসভাধীন হলদীবাড়ী রেলওয়ে কলোনী এলাকায় এই ঘটনা ঘটেছে।
জানা গেছে,পার্বতীপুর পৌরসভাধীন (৯ নম্বর ওয়ার্ড) হলদীবাড়ী রেলওয়ে কলোনী এলাকার অধিবাসী মোঃ সাহেব আলীর শিশু পুত্র আব্দুল আহাদ বয়স আনুমানিক আড়াই বছর বাড়ী সংলগ্ন পুকুরে ডুবে মৃত্যু বরন করে।

বুধবার দুপুরে সে তার সমবয়েসী এক ভায়ের সাথে সবার অজান্তে খেলতে পুকুরের পাড়ে যায়। এ সময় সে পুকুরে পানিতে ডুবে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই দিন রাতে তাকে চান্দোয়া পাড়া কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ