মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ২৫ শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ ।
এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের পার্বতীপুরে বজ্রপাতে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুন) বিকেল আনুমানিক ৫:৪৫ মি. উপজেলার গোবিন্দপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।
জানা গেছে, পার্বতীপুর উপজেলার ৬ নম্বর মোমিনপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কৃষক সাবকুল ইসলামের স্ত্রী ইসমোতারা (৩৮) শুক্রবার বিকেল আনুমানিক ৫ টা ৪৫ মি. আকস্মিক বজ্রপাতে মৃত্যুবরণ করেন।
এ সময় ইসমোতারা বাড়ির পাশের পুকুরে নিজের পোষা হাঁস আনতে গেলে বজ্রপাতে ঘটনাস্হলেই তার মৃত্যু হয়।
গৃহিণী ইসমোতারা দুই ছেলে ও এক মেয়ের জননী। আকস্মিক বজ্রপাতে তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।