শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের পার্বতীপুরে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) বিকেলে পার্বতীপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এজেডএম রেজওয়ানুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল উদ্দীন আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল হক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ মোখলেছুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি মোঃ আতিয়ার রহমান। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন স্হানীয় শিল্পীরা।