পার্বতীপুরে বিকল্প কর্মসংস্হান ও পুনর্বাসন কর্মসূচীর আওতায় ভিক্ষুক পুনর্বাসিত

আপডেট: জুন ১৪, ২০২৪, ৪:৩৪ অপরাহ্ণ


এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:


দিনাজপুরের পার্বতীপুরে বিকল্প কর্মসংস্হান ও পুনর্বাসন কর্মসূচীর আওতায় আরো দু’জন ভিক্ষুককে পুনর্বাসিত করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তর থেকে এই দু’জন ভিক্ষুককে মালামালসহ মনোহারি টিনের দোকান ঘর দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে পার্বতীপুর উপজেলা সমাজসেবা অধিদপ্তর কার্যালয় চত্বরে ভিক্ষুক পুর্নবাসন কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে দু’জন ভিক্ষুককে মালামাল সহ দোকান ঘর দেয়া হয়।

ভিক্ষুক পুনর্বাসন অনুষ্ঠানে অতিথি উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক, উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. আমজাদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনিন মোমিন এবং মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকু। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়।

মালামালসহ দোকান ঘর পেয়েছেন উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর সালন্দার পোদ্দার পাড়া গ্রামের সমবারুর স্ত্রী কল্যাণী রায় ও
পার্বতীপুর পৌরসভার বাবু পাড়ার মো. আনছার আলী। এই দু’জন ভিক্ষুককে ৫৩ হাজার ৫০০ টাকা মূল্যের প্রতিটি দোকান ঘর সহ মালামাল দেওয়া হয়েছে।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ