সোমবার, ২৭ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের পার্বতীপুরে ‘সমাজসেবা অধিদপ্তর এর আওতাধীন সকল সুবিধা ভোগীদের জিটুপি পদ্ধতিতে প্রাপ্ত ভাতা বিষয়ক মাঠ পর্যায়ে সচেতনতা মূলক কার্যক্রম’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে নগদ লিমিটেড এর সৌজন্যে এটি অনুষ্ঠিত হয়।
পার্বতীপুর উপজেলা সমাজসসেবা কার্যালয়, পার্বতীপুর, দিনাজপুর কতৃক বাস্তবায়িত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, পার্বতীপুর, দিনাজপুর। বিশেষ অতিথি ছিলেন মুহাম্মদ ইসমাঈল,
উপজেলা নির্বাহী অফিসার, পার্বতীপুর, দিনাজপুর ও মোঃ আমজাদ হোসেন, মেয়র, পার্বতীপুর পৌরসভা। সার্বিক তত্বাবধানে ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার তাপস রায়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এবং বিভিন্ন ভাতাভোগীগণ উপস্হিত ছিলেন।