পার্বতীপুরে মতবিনিময় সভা

আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ৫:৩০ অপরাহ্ণ


এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:


দিনাজপুরের পার্বতীপুরে রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থীগনের নির্বাচন সম্পর্কিত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়নের বর্তমান নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ফজলুল হক ভূঁইয়ার আহবানে নির্বাচন সম্পর্কিত এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় পৌর এলাকার ট্যাংকলরী ষ্ট্যান্ড চত্বরে রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৫ উপলক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন এর বর্তমান নির্বাহী কমিটির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের বর্তমান নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ফজলুল হক ভূঁইয়া।

আগামী ২২ ফেব্রুয়ারি ২০২৫ যথাসময়ে শান্ত সৃষ্ট নির্বাচন ও ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে ভোট সেন্টারে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থীগন।

অনুষ্ঠানের শেষ পর্বে আগামী ২২ ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচনের দাবিতে একটি শান্তিপূর্ণ মিছিল কেন্দ্রীয় বাস টার্মিনাল প্রদক্ষিণ শেষে রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সামনে এসে শেষ হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version