বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ ।
এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি করায় কটূক্তিকারীর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) উপজেলার বছিরবানিয়া বাজারে ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সোমবার (১৬ জুন) দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৫ নম্বর চন্ডীপুর ইউনিয়নের উত্তর সালন্দার জালিয়া পাড়ার বিশ্বনাথ দাসের ছেলে মাছ ব্যবসায়ী সোহাগ দাস কর্তৃক সোশ্যাল মিডিয়া ফেসবুকে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি ও বিরূপ মন্তব্য করায় ফেসবুকে প্রতিবাদের ঝড় উঠে।
একই দিন রাতে পার্বতীপুর মডেল থানা পুলিশ অভিযুক্তকে বসিরবানিয়া হাট থেকে গ্রেপ্তার করে। মঙ্গলবার অভিযুক্ত সোহাগ দাসের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে অত্র এলাকার তৌহিদী জনতা।
পার্বতীপুর উপজেলার বসিরবানিয়া হাট যুবসমাজের নেতৃত্বে মিছিলটি স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, রাসূল (সা.) কে নিয়ে কটূক্তি করে মুসলমানদের হৃদয়ে আঘাত করছে।
আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ সময় বক্তারা বলেন, দ্রুত উপযুক্ত শাস্তি প্রদান ও ফাঁসিতে ঝুলিয়ে বিচার করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। মহানবীকে নিয়ে কটূক্তিকারীকে কোনভাবেই ছাড় দেওয়া হবে না।