শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে দিবসের প্রথম প্রহরে পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পন, উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সামাজিক,রাজনৈতিক ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষার্থীদের চিত্রঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সকাল ৯ টায় পার্বতীপুর পৌরসভা স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এসময় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদ্দাম হোসেন। সাথে ছিলেন পার্বতীপুর মডেল থানার ওসি মোঃ আব্দুস ছালাম ও রেলওয়ে থানার ওসি মোঃ ফকরুল ইসলাম। পুলিশ, আনসার-ভিডিপি, স্কুল,কলেজ ও মাদ্রাসার ছাত্র ছাত্রীরা কুচকাওয়াজে অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এসব কর্মসুচীতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ রাজিব হুসাইন,পার্বতীপুর সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আনোয়ারুল কবীর (বাদল), সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহসান হাবীব,আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান, মহিলা কলেজের অধ্যক্ষ দিপেশ চন্দ্র রায়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- কর্মচারী, শিক্ষার্থী ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীগণ।