রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের পার্বতীপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলার পলাতক আসামী বেনজির হাওলাদার (৫০) কে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাতে পার্বতীপুর রেলওয়ে থানাধীন ধুপিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (৭ ফেব্রুয়ারি) তাকে দিনাজপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।
পার্বতীপুর রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, পার্বতীপুর রেলওয়ে থানাধীন ধুপিপাড়া এলাকার অধিবাসী মৃত শাহাদ আলী হাওলাদারের পুত্র বেনজির হাওলাদার পার্বতীপুর মডেল থানায় দায়েরকৃত মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন মামলার একজন পলাতক আসামী। সে তার মায়ের সঙ্গে দেখা করতে বাড়ীতে আসলে গোপন সংবাদের ভিত্তিতে ও আদালতের গ্রেফতারী ওয়ারেন্ট মূলে রেলওয়ে থানা পুলিশের সাব-ইন্সপেক্টর সাজিদ হোসেন এর নেতৃত্বে একদল রেলওয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। বুধবার তাকে দিনাজপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে পার্বতীপুর রেলওয়ে থানার ওসি সাকিউল আজম ঘটনা নিশ্চিত করেন।