পার্বতীপুরে মাদ্রাসার উপাধ্যক্ষকে অপসারণের দাবিতে বিক্ষোভ

আপডেট: অক্টোবর ১৭, ২০২৪, ২:২৮ অপরাহ্ণ


এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ


দিনাজপুরের পার্বতীপুরে সরকারপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বর্তমান উপাধ্যক্ষকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে এগারোটায় সরকারপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা গেছে,পার্বতীপুর উপজেলার সরকারপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বর্তমান উপধ্যাক্ষ মো. রফিকুল ইসলাম এর বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ এনে তাঁর অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার বিভিন্নস্হরের মানুষ অংশ নেয়।
ঘণ্টাব্যাপি অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মাহবুবুর রশীদ সংগ্রাম,রুবিনা পারভীন রুবি,মাহমুদ আলম প্রমুখ। বক্তারা উপাধ্যক্ষকে অপসারণের দাবীতে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ