মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে জামতলি যুব সংঘ ও অত্র এলাকাবাসীর আয়োজনে ৮ দলের মিজানুর রহমান সিয়াম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের চতুর্থ খেলা অনুষ্ঠিত হয়েছে।
পার্বতীপুর উপজেলার মন্মথপুর জামতলি যুব সংঘ আয়োজিত খেলায় দিনাজপুর এএফসি ফুটবল দল বনাম ডাব্লিউ, এফসি ফুলবাড়ি ফুটবল দল অংশ গ্রহণ করে। খেলায় ১-০ গোলে ডাব্লিউ, এফসি ফুলবাড়ি দলকে পরাজিত করে এএফসি দিনাজপুর দল জয়ী হয়।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নের জামতলী স্কুল মাঠে প্রথম রাউন্ডের চতুর্থ খেলাটি অনুষ্ঠিত হয়।
প্রকৌশলী সরদার মোহাম্মদ হামিদুল হকের সভাপতিত্বে এ খেলায় প্রধান অতিথি ছিলেন পার্বতীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রশিদ সংগ্রাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মমিনুল ইসলাম (ডাক্তার), যুগ্ম আহবায়ক জোবায়ের হোসেন বাবু, যুগ্ম আহবায়ক রায়হান আলী, যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম কামুসহ খেলায় সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম।
প্রধান রেফারি হিসেবে খেলাটি পরিচালনা করেন মোরশেদুল আলম,তার সহকারী হিসেবে ছিলেন হাবিবুল হক ও মোস্তাফিজুর রহমান। মাঠে উপস্থিত থেকে হাজারো খেলা-প্রিয় মানুষ খেলাটি উপভোগ করেন।