পার্বতীপুরে মিজানুর রহমান সিয়াম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলা অনুষ্ঠিত

আপডেট: জানুয়ারি ১৪, ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ণ


এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:


দিনাজপুরের পার্বতীপুর উপজেলার যশাই মোড় খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে ৮ টিমের মিজানুর রহমান সিয়াম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় সৈয়দপুর কোচিং সেন্টার বনাম শেরপুর ফুটবল একাডেমি বগুড়া অংশগ্রহণ করে।

খেলাটিতে ১-০ গোলে সৈয়দপুর কোচিং সেন্টারকে পরাজিত করে শেরপুর ফুটবল একাডেমি বগুড়া জয়ী হয়। সোমবার (১৩ জানুয়ারি ) বিকালে পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের যশাই মোড়ে খেলাটি অনুষ্ঠিত হয়।

সমাজসেবক আজহার আলীর এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, ইঞ্জিনিয়ার সরদার হামিদুল হক। বিশেষ অতিথি ছিলেন, ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবদলের মানিক মুকুল প্রমুখ।

খেলায় ধারাভাষ্য প্রদান করেন পার্বতীপুরের কৃতি সন্তান ও স্বনামধন্য টিভি ক্রীড়া ধারাভাষ্যকার খোরশেদ রায়হান। খেলায় প্রধান রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন সাবেদুল ইসলাম। সহকারী ছিলেন মোস্তাফিজুর রহমান মোস্তা ও মতিউর রহমান মতি ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version