পার্বতীপুরে মিজানুর রহমান সিয়াম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত

আপডেট: জানুয়ারি ২১, ২০২৫, ১২:০২ অপরাহ্ণ


এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:


দিনাজপুরের পার্বতীপুর উপজেলার যশাই মোড় খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে ৮ টিমের মিজানুর রহমান সিয়াম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় আরএসএফসি নওগাঁ বনাম সুমন ফুটবল একাদশ বগুড়া অংশগ্রহণ করেন।

খেলাটিতে ৩-০ গোলে আরএসএফসি নওগাঁকে পরাজিত করে সুমন ফুটবল একাদশ বগুড়া জয়ী হোন। সোমবার (২০জানুয়ারি ) বিকালে পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের যশাই মোড়ে খেলাটি অনুষ্ঠিত হয়।

পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক ও পার্বতীপুর উপজেলা ব্যাটারিচালিত ভ্যান-রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মিজানুর রহমান সিয়ামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক আনারুল হক, সিনিয়ার সহ-সভাপতি মাহমুদুর রশিদ বাবলু,সহ-সাধারণ সম্পাদক মানজুর রশিদ, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান চাঁদ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল মারুফ স্বপন, পৌর যুবদলের আহ্বায়ক রবিউল ইসলাম বাবু, পৌর বিএনপি’র প্রচার সম্পাদক মোশারফ হোসেন, সরদার মো. ইঞ্জিনিয়ার হামিদুল হক, সমাজসেবক আজাহার আলী, স্বেচ্ছাসেবক দলের জাহাঙ্গীর আলম প্রমুখ।

খেলায় ধারাভাষ্য প্রদান করেন পার্বতীপুরের কৃতী সন্তান ও স্বনামধন্য টিভি ক্রীড়া ধারাভাষ্যকার খোরশেদ রায়হান। খেলা পরিচালনা করেন সাবেদুল ইসলাম। সহকারী ছিলেন মোস্তাফিজুর রহমান মোস্তা ও রুবেল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version