বুধবার, ২৬ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুর উপজেলা যশাই মোড় খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে ৮ টিমের মিজানুর রহমান সিয়াম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
খেলায় নাইজেরিয়া বনাম প্রতিকী বাংলাদেশ অংশ গ্রহণ করে। খেলাটিতে ৩-২ গোলে নাইজেরিয়াকে পরাজিত করে বাংলাদেশ
জয়ী হয়। শনিবার ( ১ফেব্রুয়ারি ) বিকেলে পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের যশাই মোড়ে খেলাটি অনুষ্ঠিত হয়।
পার্বতীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক ও পার্বতীপুর উপজেলা ব্যাটারি চালিত ভ্যান-রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মিজানুর রহমান সিয়াম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোমিনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়ার সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন,সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা,সমাজসেবক আজাহার আলী,হুদা মোটরস এর স্বত্বাধিকারী নাজমুল হুদা প্রমুখ।
খেলায় ধারাভাষ্য প্রদান করেন পার্বতীপুরের কৃতি সন্তান ও স্বনামধন্য টিভি ক্রীড়া ধারাভাষ্যকার খোরশেদ রায়হান। খেলা শেষে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি নজরুল ইসলাম সরকার।