পার্বতীপুরে মিজানুর রহমান সিয়াম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ১:৩৮ অপরাহ্ণ


এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:


দিনাজপুরের পার্বতীপুর উপজেলার যশাই মোড় খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে ৮ টিমের মিজানুর রহমান সিয়াম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪-২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় পীরগঞ্জ রংপুর বনাম বগুড়া অংশগ্রহণ করে। খেলাটিতে ১-০ গোলে পীরগঞ্জ রংপুরকে পরাজিত করে বগুড়া জয়ী হয়। শুক্রবার ( ১৪ ফেব্রুয়ারি ) বিকালে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের যশাই মোড়ে খেলাটি অনুষ্ঠিত হয়।

পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক ও পার্বতীপুর উপজেলা ব্যাটারিচালিত ভ্যান-রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মিজানুর রহমান সিয়াম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এ জেড এম মেনহাজুল হক। প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন সাবেক ছাত্রনেতা ও আফসিন ট্রেডার্স এর স্বত্বাধিকারী আব্দুল্লাহ সরকার।

বিশেষ অতিথি ছিলেন, পলাশবাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি অহিদুল হক সরদার, মোমিনপুর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রশিদ সংগ্রাম,যুগ্ম আহবায়ক মমিনুল ইসলাম ডাক্তার, পৌর যুবদলের আহ্বায়ক রবিউল ইসলাম বাবু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হান্নান আশরাফি প্রিন্স, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোতাহার হোসেন লিটন প্রমূখ।

খেলায় ধারাভাষ্য প্রদান করেন, পার্বতীপুরের কৃতী সন্তান ও স্বনামধন্য টিভি ক্রীড়া ধারাভাষ্যকার খোরশেদ রায়হান। মাঠে নারী-পুরুষের উপস্থিতি ছিলো কানায় কানায়। খেলায় প্রধান রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন সাবেদুল ইসলাম। সহকারী ছিলেন মোস্তাফিজুর রহমান মোস্তা ও রুবেল। খেলা শেষে রানার্স আপ ও চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অতিথিবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ