পার্বতীপুরে মুজিবাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

আপডেট: মার্চ ১১, ২০২৫, ১:৪৮ অপরাহ্ণ


এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ


সরকারি নির্দেশনা মোতাবেক দিনাজপুরের পার্বতীপুর পৌরসভাধীন মুজিবাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তনের সিন্ধান্ত নেয়া হয়েছে। বিদ্যালয়টির নুতন নামকরণ করা হয়েছে পার্বতীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

পার্বতীপুর উপজেলা শিক্ষা অফিসারের নির্দেশ মোতাবেক সোমবার (১০ মার্চ) মুজিবাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করার বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কামরুন নাহার স্থানীয় জনগণ ও স্কুল সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে এক সভা আহ্বান করেন। সভায় সভাপতিত্ব করে পার্বতীপুর উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার শহীদুল বারী খান।

সভায় সরকারী নির্দেশনা মোতাবেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা বিষয়ে একটি নির্বাহী আদেশ পাঠ করা হয়। এতে দিনাজপুরের পার্বতীপুরের পৌরসভাধীন মুজিবাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম রয়েছে। বিদ্যালয়টি ১৯৭২ সালে স্থাপিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে মুজিবাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে পার্বতীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নামকরণ এর সিদ্ধান্ত গৃহিত হয়।

সভায় উপস্থিত ছিলেন পার্বতীপুর পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, এএসএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, সাবেক পৌর কমিশনার আব্দুর রফিক,বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা চামেলী বেগম ও নূর বানু, মরহুম নজরুল ইসলাম শিক্ষকের স্ত্রী রাহিলা বেওয়া,বিদ্যালয়ের ছাত্র আজিজুল হক,কামরুল হুদা শান্তু,বিপ্লব,আবু হেনা মোস্তফা কামাল,বদরুদ্দোজা বুলু,উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল মুনজের প্রমুখ।