মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
এম এ আলম বাবলু,পার্বতীপুর( দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন উপলক্ষে নির্বাচন পরিচালনা কমিটির সাথে নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে পার্বতীপুরে রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের শাখা অফিস প্রাঙ্গনে নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থীগনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান নির্বাচন কমিশনার মঞ্জুরুল আজিজ পলাশ প্রার্থীদের আশ্বস্ত করে বলেন, নির্বাচনের দিন যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। নির্বাচনে উৎসব মূখর পরিবেশেই আমরা আপনাদের কে একটি সুস্থ সুন্দর ভোট উপহার দিব।
আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। তিনি আরো বলেন,সকল যৌক্তিক দাবি বাস্তবায়ন করা হবে। সভায় নির্বাচনে বিভিন্ন পদে অংশ গ্রহণকারী প্রার্থীরা সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আগামী ২২ ফেব্রুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে।