পার্বতীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন পালিত

আপডেট: জানুয়ারি ২০, ২০২৫, ১২:০২ অপরাহ্ণ


এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:


দিনাজপুরের পার্বতীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন পালিত হয়েছে। রবিবার (১৯ জানুয়ারী) বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে দিনটি পালন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

পার্বতীপুর উপজেলা,পৌর বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপি কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপি’র সভাপতি আতিয়ার রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ফয়জুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল হক প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version