শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মন্মথপুর জামতলী যুব সংঘ ও এলাকাবাসীর আয়োজনে ৮ টিমের মিজানুর রহমান সিয়াম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে।
এই খেলায় ২-১ গোলে পীরগঞ্জ রংপুর ফুটবল একাডেমিকে পরাজিত করে রানী বন্দর দিনাজপুর আইডিয়াল কলেজ জয়ী হয়। বৃহস্পতিবার (৩ অক্টোবর ) বিকালে পার্বতীপুর উপজেলার মনমথপুর ইউনিয়নের জামতলী স্কুল মাঠে দ্বিতীয় রাউন্ডের খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মঞ্জুরুল আজিজ পলাশ। এ সময় আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক, পার্বতীপুর উপজেলা ব্যাটারি চালিত ভ্যান-রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মিজানুর রহমান সিয়াম,সাবেক পৌর কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর আলম,পৌর যুবদলের আহবায়ক রবিউল ইসলাম বাবু প্রমুখ। খেলা পরিচালনা করেন মোস্তাফিজুর রহমান। খেলার মাঠে প্রচুর দর্শক সমাগম ঘটে।