পার্বতীপুরে স্বেচ্ছাসেবী সম্মেলন

আপডেট: জানুয়ারি ১৭, ২০২৫, ৯:৩০ অপরাহ্ণ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ


দিনাজপুরের পার্বতীপুরে রক্তযোদ্ধা পার্বতীপুর সমাজকল্যাণ সংগঠনের ৪র্থ তম স্বেচ্ছাসেবী মিলন মেলা ও ৫ম বর্ষ পদার্পণ উপলক্ষে স্বেচ্ছাসেবী সম্মেলন মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) পার্বতীপুর পৌর অডিটোরিয়াম এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

রক্তযোদ্ধাদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এ জেড এম মেনহাজুল হক।

সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ এরফান খান লাল। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম রিমন। স্বেচ্ছাসেবী সম্মেলন ও মিলন মেলায় আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন স্থান থেকে রক্তযোদ্ধারা এসে সমবেত হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version