পার্বতীপুরে হলদীবাড়ী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৪, ১:২৯ অপরাহ্ণ


পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার শহরতলী হলদিবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে হলদীবাড়ী ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা। বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।

হলদীবাড়ী যুব সংঘ আয়োজিত এই খেলায় বড় চন্ডিপুর রেজওয়ান একাদশ বনাম নওদাপাড়া ফুটবল একাদশ অংশ নেয়। উত্তেজনা পূর্ণ ফাইনালে বড় চন্ডিপুর রেজওয়ান একাদশ ৩-১ গোলে নওদাপাড়া ফুটবল একাদশ হারিয়ে বিজয়ী হয়। খেলায় খাসি দিয়ে বিজয়ী ও রানার্স আপ দলকে পুরস্কৃত করা হয়।

খেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন পার্বতীপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন। এই টুর্নামেন্টে মোট ৮ টি ফুটবল দল অংশ নেয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ