পার্বতীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যানসহ দুই জন গ্রেফতার

আপডেট: অক্টোবর ৮, ২০২৪, ২:১০ অপরাহ্ণ


এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:


দিনাজপুরের পার্বতীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সহ দুই জন কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৭অক্টোবর) রাতে তাঁদের কে গ্রেফতার করা হয়।

জানা গেছে,পার্বতীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আমিরুল মোমিনিন মোমিন ও পৌর আওয়ামী লীগের ২ নন্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাহিন আলম কে গ্রেফতার করেছে পার্বতীপুর মডেল থানা পুলিশ।

সোমবার রাতে উপজেলা শহরের নতুন বাজার এলাকা থেকে তাঁদের কে গ্রেফতার করা হয়।
পার্বতীপুর মডেল থানার ওসি চিত্ত রঞ্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,তাঁরা একটি মামলার আসামী এবং তাঁদের কে আদালতে সোপর্দ করা হয়েছে।