শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ দিনাজপুর জেলার পার্বতীপুর খোলাহাটি কলেজের শ্রেণি শিক্ষক প্রদীপ কুমার দাস জেলায় শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করেছেন।
জানা গেছে, দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ের এক পত্রের মাধ্যমে জেলার পার্বতীপুর খোলাহাটি কলেজের শ্রেণি শিক্ষক প্রদীপ কুমার দাস কে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ কলেজ পর্যায়ে জেলায় শেষ্ঠ হবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জাতীয় শিক্ষা সপ্তাহ এ পার্বতীপুর উপজেলায় (কলেজ পর্যায়ে) খোলাহাটি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক প্রদীপ কুমার দাস শ্রেণি শিক্ষক হিসেবে ২০১৮,২০২২,২০২৩ ও ২০২৪ সালে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হওয়ার গৌরব অর্জন করেন। এবারে তিনি জেলায় শ্রেষ্ঠ হয়েছেন।