পার্বতীপুর ছাত্র জনতার পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১১:৫২ পূর্বাহ্ণ


এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:


দিনাজপুরের পার্বতীপুর ছাত্র জনতার পক্ষ থেকে নোয়াখালীর সেনবাগে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। পার্বতীপুর ছাত্র জনতার পক্ষের একটি টিম ত্রাণ সামগ্রী নিয়ে বন্যার্ত এলাকায় গিয়ে দুই দিন সেখানে অবস্থান করে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। এ সময় তাঁরা ৫ শ’ পরিবার কে শুকনো খাবার, ৩ হাজারেরও বেশী মানুষ কে এক বেলা খাবার ও ১০ হাজারেরও বেশি মানুষের মাঝে কাপড় বিতরণ করেছে।

পার্বতীপুর ছাত্র জনতার মুখপাত্র আল ইয়াছা আলভি এর সাথে বন্যার্তদের জন্য ত্রাণ সামগ্রী সংগ্রহ ও বিতরণ নিয়ে কথা হয়। তিনি বলেন, পার্বতীপুর শহর এর প্রথম টিম [পার্বতীপুর ছাত্র জনতা] একটাই ব্যানার,একটাই গ্রুপ আমরা আগস্ট মাসের ২২ তারিখে সিদ্ধান্ত নেই আমরা বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করবো সেই অনুযায়ী আমরা ২৩ তারিখ থেকে ২৫ তারিখ ৩দিনে নগদ অর্থ ১ লক্ষ ৬৮ হাজার ৮৬০ টাকা, ৩৫০ কেজি চাল সহ ১৬ হাজার এরো বেশি কাপড় সংগ্রহ করি।

আমরা সেই নগদ অর্থ দিয়ে ৫০০ পরিবারের জন্য শুকনা খাবার(চিড়া,গুড়,চিনি,স্যানিটারি প্যাড,ফ্যামিলি সাইজ বিস্কিট,২ লিটার পানি) কিনি এবং ঢাকা থেকে আমাদের ফ্রেন্ডরা ১৫০ প্যাকেট শুকনা খাবার সহ আমাদের সাথে যোগ হয় এবং সাথে যোগ হয় আমাদের মেডিকেল টিম[সইদ মনসুর আলী মেডিকেল কলেজ]।

আমরা আপনাদের অর্থে কেনা সকল আমানত নিয়ে ২৬ তারিখ বিকালে ফেনি ও নোয়াখালির উদ্দেশ্যে পার্বতীপুর থেকে রওনা দেই। ঢাকা থেকে যোগ হওয়া আমাদের ফ্রেন্ড,মেডিকেল টিম সহ আমরা ২৭ তারিখে আবার যাত্রা শুরু করি আমরা ২৮ তারিখ ভোর রাতে মেডিকেল টিমকে ১৫০ প্যাকেট ত্রান দিয়ে ফেনিতে নামিয়ে দেই মেডিকেল ক্যাম্পিং এর জন্য। আমরা ২৮ তারিখ ভোরের দিকে নোয়াখালি পৌছাই।

আমরা ২৮তারিখ ও ২৯ তারিখ নোয়াখালীতে অবস্থান করি। ২৮ তারিখ সেখানে আমরা সেনবাগ উপজেলায় ৫০০ পরিবারে শুকনা ত্রান সামগ্রী ও ১৬ হাজার কাপড় বিতরন করি। ২৮ তারিখেই আমরা ১৬০০ মানুষের দুপুরে রান্না করা একবেলা খাবার এবং ২৯ তারিখে ১৫০০ মানুষের রাতের এক বেলা রান্না করা খাবার এর আয়োজন করি। আমরা ২৯ তারিখ রাত ১২ টায় পার্বতীপুর এর উদ্দেশ্যে রওনা দেই। আমরা ৩১ তারিখ সকালে ৭ টায় পার্বতীপুরে পৌছাই।

তিনি আরো বলেন, এ কাজে আমরা বিভিন্ন জনের কাছ থেকে সাহায্য সহযোগিতা পেয়েছি। আমাদের যাতায়াত বাহন ট্রাক ও তেল দিয়ে সাহায্য করেছে সরকারপাড়া এলাকার ধান ব্যাবসায়ী আফজাল হোসন।

মো: হাবিব ব্যাকাপ তেল এর জন্য ১০ হাজার টাকা দিয়ে সাহায্য করেছে। এ ছাড়াও নোয়াখালীতে আমাদের থাকা,খাওয়া ভালো মন্দ সব কিছু সেখানকার স্থানীয় ৩ জন মানুষ সহ পুরো এলাকাবাসি নিশ্চিত করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ