পার্বতীপুর পৌরসভার ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

আপডেট: জুলাই ১০, ২০২৪, ১১:৫২ পূর্বাহ্ণ


এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:


দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার হলদিবাড়ি রেলওয়ে কলোনির বৃহৎ ড্রেনটি কয়েক যুগ ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকার পর মঙ্গলবার পৌর মেয়র মো. আমজাদ হোসেন আনুষ্ঠানিক ভাবে ড্রেনটির পূর্ণ নির্মাণ কাজের উদ্বোধন করেছেন।

তিনি পৌর মেয়র প্রার্থী থাকাকালীন এই ড্রেনটি পূর্ণ নির্মাণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাঁর প্রতিশ্রুতি মোতাবক ১ কোটি ৬৪ লক্ষ টাকা ব্যয়ে ৫৪০ মিটার ড্রেনটির পূর্ণ নির্মাণ কাজ শুরু করা হয়েছে। ড্রেনটি হলদিবাড়ি রেলওয়ে কলোনির পশ্চিম পাশ দিয়ে তিলাই নদী পর্যন্ত বিস্তৃত। এই ড্রেন দিয়ে কলোনির দূষিত ও ময়লা বাহিত পানি নিষ্কাশিত হবে।

এ সময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো, নজরুল ইসলাম, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক, সাংবাদিক এম এ আলম বাবলু সহ স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পৌর মেয়র মো. আমজাদ হোসেন বলেন, তিনি বিভিন্ন উন্নয়নমূলক কাজের মাধ্যমে এই পৌরসভাকে একটি স্মার্ট পৌরসভায় রূপান্তরিত করতে চান। এ জন্য তিনি সর্ব মহলের সহযোগিতা কামনা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ