রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ২২ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র আমজাদ হোসেন কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১২ নভেম্বর) রাত ৮ টায় পার্বতীপুর পৌর শহরের নতুন বাজারের বিএড কলেজে এই সংবর্ধনা প্রদান করা হয়।
পার্বতীপুরের শিক্ষক সমাজ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলার খোলাহাটি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দিক। বক্তব্য রাখেন ভবানীপুর ডিগ্রি কলেজর অধ্যক্ষ মবিদুল ইসলাম সহ বিভিন্ন কলেজ, স্কুল ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। এ ছাড়াও স্হানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে পার্বতীপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র মোঃ আমজাদ হোসেন তাঁর স্বপক্ষে কাজ করাসহ ভোট দিয়ে নির্বাচিত করায় এবং সংবর্ধনা প্রদান করায় শিক্ষক সমাজের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।