বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
কোটা আন্দোলনের কারণে দেশের প্রতিকূল অবস্থার মধ্যেও দিনাজপুরের পার্বতীপুর পৌর এলাকায় থেমে নেই উন্নয়ন মূলক কাজ। পৌর মেয়র মো. আমজাদ হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে এগিয়ে চলেছে সকল উন্নয়ন মূলক প্রকল্পের কর্মকাণ্ড। এরই ধারাবাহিকতায় পার্বতীপুর পৌরসভার হলদিবাড়ি রেলওয়ে কলোনির বৃহৎ ড্রেনটি কয়েক যুগ ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকার পর ড্রেনটির নির্মান কাজ শুরু হয়েছে।
সোমবার (২৯ জুলাই) বেলা ১১ টায় পৌর মেয়র মো. আমজাদ হোসেন আনুষ্ঠানিক ভাবে ড্রেন নির্মাণ ঢালাই কাজের উদ্বোধন করেন। তিনি পৌর মেয়র প্রার্থী থাকা কালীন সময়ে এই ড্রেনটি পূর্ণ নির্মাণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাঁর প্রতিশ্রুতি মোতাবক ১ কোটি ৬২ লক্ষ টাকা ব্যয়ে ৫৪০ মিটার ড্রেনটির পূর্ণ নির্মাণ কাজ শুরু করা হয়েছে।
ড্রেনটি হলদিবাড়ি রেলওয়ে কলোনির পশ্চিম পাশ দিয়ে তিলাই নদী পর্যন্ত বিস্তৃত। এই ড্রেন দিয়ে কলোনির দূষিত ও ময়লা বাহিত পানি নিষ্কাশিত হবে। এ সময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম,সাংবাদিক এম এ আলম বাবলু সহ স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পৌর মেয়র মো. আমজাদ হোসেন বলেন,তিনি বিভিন্ন উন্নয়ন মূলক কাজের মাধ্যমে এই পৌরসভাকে একটি স্মার্ট পৌরসভায় রূপান্তরিত করতে চান।