পার্বতীপুর রেলওয়ে থানায় নতুন ওসি’র যোগদান

আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৪, ১২:২৬ অপরাহ্ণ


এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:রেলওয়ে জংশন খ্যাত দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেছেন পুলিশ ইন্সপেক্টর সাকিউল আজম। এর আগে তিনি সৈয়দপুর রেলওয়ে থানায় ওসি হিসেবে কর্মরত ছিলেন। গত ২৯ জানুয়ারি তিনি পার্বতীপুর রেলওয়ে থানার ওসি হিসেবে যোগদান করেন।

পার্বতীপুর রেলওয়ে থানার ওসি এ কে এম নুরুল ইসলাম অন্যত্র বদলি হওয়ায় ওসি’র শূন্য পদে সাকিউল আজম ওসি হিসেবে যোগদান করেন। তিনি ২০০৫ ইংরেজি সালে সাব-ইন্সপেক্টর হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে তিনি পুলিশ ইন্সপেক্টর হন। এর আগে তিনি রেলওয়ে পুলিশের সান্তাহার রেলওয়ে থানা ও সৈয়দপুর রেলওয়ে থানার ওসি হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।

সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সদর দপ্তরের সিনিয়র সহকারী পুলিশ সুপার তোবারক আলী পার্বতীপুর রেলওয়ে থানার ওসি হিসেবে ইন্সপেক্টর সাকিউল আজম এর যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ