পার্বতীপুর সমিতি ঢাকা’র নতুন কমিটির দায়িত্বভার গ্রহণ

আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৫, ১:৩৫ অপরাহ্ণ


এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:


“যেখানেই থাকি থাকুক হৃদয়ে পার্বতীপুর,যতদিন বাঁচি বাঁচুক প্রাণে পার্বতীপুর” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ঢাকাস্থ দিনাজপুরের পার্বতীপুর সমিতির নতুন কমিটি দায়িত্বভার গ্রহণ করেছে। শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকাস্থ পার্বতীপুর সমিতির মোহাম্মদপুর (ঢাকা) কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় পুরাতন কমিটির কাছ থেকে নতুন কমিটি দায়িত্বভার গ্রহণ করে।

পার্বতীপুর সমিতি ঢাকা এর আয়োজনে ২০২৫ বার্ষিক বনভোজনে পাঁচ শতাধিক লোকের উপস্থিতিতে মেজর (অব.) মিজানুর রহমান কে সভাপতি, মাহাবুবার রহমানকে সাধারণ সম্পাদক ও ফেরদৌস মাহমুদ গালিবকে সাংগঠনিক সম্পাদক করে ২০২৫-২০২৭ মেয়াদে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

এ সময় পূর্বের কমিটির সভাপতি শেখ মাসুম ও সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ অন্য সদস্যরা এবং নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version