পার্বতীপুর সমিতি ঢাকা’র উদ্যোগে এতিম শিক্ষার্থীদের সাথে ইফতার মাহফিল

আপডেট: মার্চ ২৬, ২০২৫, ৪:৪২ অপরাহ্ণ


এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:


দিনাজপুরের পার্বতীপুরে পার্বতীপুর সমিতি ঢাকা’র উদ্যোগে এতিম শিক্ষার্থীদের সাথে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) পার্বতীপুর সমিতি ঢাকার আয়োজনে পার্বতীপুরের দারূল উলুম ক্বওমী মাদরাসায় এতীম শিক্ষার্থীদের সাথে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

জানা গেছে, ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,পার্বতীপুর সমিতি ঢাকা’র ইঞ্জিনিয়ার এ জেড এম আরিফুল হক রিয়েল,সাংগঠনিক সম্পাদক ফেরদৌস মোহাম্মদ গালিব,সহ-সাধারণ সম্পাদক আইন বিষয়ক সম্পাদক আয়াতুল্লাহ আল খামেনী,আন্তর্জাতিক সম্পাদক ইউনুস,সদস্য এরফান খান লাল,মাহফুজ আলম মবিন সহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।

ইফতার মাহফিলে উপস্থিত সমিতির নেতৃবৃন্দ এতীম শিক্ষার্থীদের সাথে সময় কাটান এবং আগামীতে তাদের কল্যাণে আরও সহযোগিতার আশ্বাস দেন। পার্বতীপুর সমিতি ঢাকা’র সমাজসেবামূলক কর্মকান্ড বরাবরের মতোই অগ্রণী ভূমিকা রেখে চলেছে এবং এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান সমিতির নেতৃবৃন্দ।

পার্বতীপুর সমিতি বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। যার মধ্যে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তা অন্যতম বলে জানা যায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ