পার্বতীপুর সরকারি টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান দিলেন আহছান হাবিব

আপডেট: নভেম্বর ২০, ২০২৩, ১:১৩ অপরাহ্ণ


এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :


দিনাজপুরের পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করলেন মোঃ আহছান হাবীব। তিনি ইতোপূর্বে একই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি পদন্নোতি পেয়ে গত ১২ নভেম্বর এই কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন।

জানা গেছে, পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের পদ শূন্য হলে একই কলেজে কর্মরত সিনিয়র চীফ ইন্সটেক্টর মো. আহছান হাবীবকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। তিনি দক্ষতার সাথে এই দায়িত্ব পালন কালে অধ্যক্ষ হিসেবে পদন্নোতি লাভ করেন এবং তাঁকে একই কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়।

অধ্যক্ষ হিসেবে পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে যোগদান করায় মোঃ আহছান হাবীবকে বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়েছে। পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক ও পৌরসভার মেয়র মোঃ আমজাদ হোসেন তাঁকে বিশেষ ভাবে অভিনন্দন জানিয়েছেন।

সিরাজগঞ্জের কৃতি সন্তান অধ্যক্ষ মো. আহছান হাবীব ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জনক। অত্যান্ত নম্র ও ভদ্র স্বভাবের কারণে এলাকায় রয়েছে তাঁর ব্যাপক জনপ্রিয়তা।

এ বিভাগের অন্যান্য সংবাদ