শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ৫ দিন ব্যাপী ইন হাউজ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। সোমবার কলেজ মিলনায়তনে এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
জানা গেছে, পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে অঝঝঊঞ চৎড়লবপঃ এর অধীনে ৫ দিন ব্যাপী ইন-হাউজ (ডিজিটাল কনটেন্ট ডেপলপ ও অফিস ম্যানেজমেন্ট) প্রশিক্ষণ শুরু হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শোয়াইব আহমেদ খান (অতিরিক্ত সচিব)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর জাহিদ হাসান ASSET Project প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব), মো. সাদ্দাম হোসেন উপজেলা নির্বাহী অফিসার পার্বতীপুর দিনাজপুর ও অঝঝঊঞ চৎড়লবপঃ এর উপ-প্রকল্প পরিচালক প্রকৌশলী মোঃ রাকিবুল হাসান । সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোঃ আহছান হাবিব।