বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১, ১ মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ ।
এস এম তিতুমীর:
হাসতে হাসতে তুলে দিবো
তোমার হাতে নিজেকে
পুরোপুরি নির্ভয়ে। যাকে তোমরা বলো
সমর্পণ। এতে আমার কোনো দ্বিধা নেই
নেই কোনো আত্মদ্বন্দ্ব।
সরল হাতের শেষ প্রান্তে না হয় ঝুলেই থাকলাম
এর চেয়ে আর বেশি কি। নেহাতই দোল সাধন
তাও হিল্লোল ওই অমৃত স্বপ্ন, ঝুলে আছি তোমার হাতে
নিষ্ঠ স্বরের কণ্ঠ বলয় বলে যায়, গাছে গাছে
পাতাদের আগমনী গল্প। প্রেমের বার্তা যখন মুখে নিয়ে
ডাক দেয় ওই কৃষ্ণচূড়া, তখন কেউতো থাকে না পশে
শুধু থাকো তুমি।