সোমবার, ২৭ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
এ.এস.এম. শাহরিয়ার জাহান, তথ্য-প্রযুক্তিবিদ:
পাসকি ব্যবহার করা হলে আপনি যে অ্যাকাউন্টটি অ্যাক্সেস করার চেষ্টা করছেন তার পরিবর্তে আপনাকে আপনার ডিভাইসে লগ ইন করতে বলা হয়। এটি হতে পারে আপনার স্মার্টফোনে একটি পিন প্রবেশ করানো বা বায়োমেট্রিক্স ভেরিফিকেশন সম্পন্নকরণ। এই ভেরিফিকেশন সফল হলে তারপরে অ্যাকাউন্টে অ্যাক্সেস দেওয়া হয় কারণ আপনি আপনার নিকটে থাকা ব্যক্তিগত ডিভাইসটি থেকে অনুমতি প্রদান করেছেন। অতএব পাসওয়ার্ডের মতো অসুবিধাগুলি পাস কি-এর ক্ষেত্রে কাজ করে না। একজন হ্যাকারের নিকট আপনার পাসওয়ার্ড এবং ডিভাইস উভয়ই না থাকলে, তাদের পক্ষে আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস করা অসম্ভব।
পাসকি ব্যবহার করলে ফিশিং আক্রমণ করাও আর সম্ভব নয়. কারণ শুধু পাসওয়ার্ড হাতিয়ে নিয়ে কোনো লাভ হবে না। সফ্টওয়্যার ব্যবহার করে পাসকিগুলি অনুমান করা বা ক্র্যাক করা যায় না, আর পাস কি ব্যবহার করাও সহজ। আপনাকে বিভিন্ন অ্যাকাউন্টের জন্য প্রচুর আলাদা পাসওয়ার্ড মনে রাখতে হবে না। পাস কি ব্যবহার করে লগ ইন করা সাধারণত দ্রুততর হয়।
তবে আপনারও পাসকি ব্যবহার শুরু করার প্রয়োজন আছে কিনা কিনা তা নির্ভর করে আপনি বর্তমানে কীভাবে পাসওয়ার্ড ব্যবহার করছেন তার উপর। আপনার যদি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করার অভ্যাস থাকে তবে তা হ্যাকিং প্রতিরোধের একটি কার্যকর উপায়। তবে আপনার যদি দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করার প্রবণতা থাকে বা একই পাসওয়ার্ড পুনরায় ব্যবহার করার প্রবণতা থাকে তবে পাস কি-ই তুলনামূলক ভালো সমাধান। আপনি যদি পাস কি ব্যবহার করতে চান, তাহলে বিভিন্ন ধরনের অনলাইন পরিষেবা চালু হয়েছে যারা পাসকি প্লাটফর্ম প্রদান করছে।