জয়পুরহাটে পাসপোর্ট ও বিআরটিএ অফিসে অভিযান, পাঁচ দালালকে কারাদণ্ড

আপডেট: মার্চ ১৩, ২০২৪, ৯:৩৭ অপরাহ্ণ


জয়পুরহাট প্রতিনিধি:জয়পুরহাট আঞ্চলিক পাসপোর্ট ও বিআরটিএ অফিসে দালাল চক্রের হয়রানির বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযানে দালাল চক্রের পাঁচ সদস্যকে কারাদণ্ডাদেশ ও জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। বুধবার (১৩ মার্চ) জয়পুরহাট র‌্যাব-৫, সিপিসি-৩ কোম্পানি কমান্ডার মেজর শেখ সাদিকের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করে। অভিযানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাসপোর্ট ও বিআরটিএ অফিসের পাঁচ জন দালালকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ টাকা করে জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলো, জয়পুরহাট সদর উপজেলার চকপাড়া কড়ই গ্রামের মোজাম্মেল হকের ছেলে মামুনুর রশিদ (৫০), পাঁচুরচক গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৫৯), আরাফাত নগরের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে রেজানুর রহমান সাজু (৩৬), বাবুপাড়া গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে আলম রশিদ (৪০), চক দাদড়া গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে মাহাতাব উদ্দীন (৬২)।

ভ্রাম্যমান আদালতের বিচারক-নির্বাহী-ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, দালাল চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে সাধারণ সেবা প্রার্থীদের নিকট সেবা পাইয়ে দেওয়ার নামে অতিরিক্ত অর্থ আদায় করে হয়রানি করে আসছিলো। এমন তথ্যের ভিত্তিতে জেলা-প্রশাসক সালেহীন তানভীর গাজীর নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব-৫ এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২দিন ধরে অসাধু দালাল চক্রকে চিহ্নিত করা হয়। এরপর হাতেনাতে এই দালাল চক্রের সদস্যদের আটক করা হয়। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে এই শাস্তি আরোপ করা হয়েছে। মানুষের ভোগান্তি লাঘবে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।