সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর বদলগাছী ঐতিহাসিক পাহাড়পুর তিনদিনব্যাপী প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও বাংলাদেশ- ফ্রান্স যৌথ প্রত্নতাত্ত্বিক মিশন কর্তক কার্বন-১৪ কর্মশালা সমাপ্তি হয়েছে গত শনিবার।
পাহাড়পুর বৌদ্ধ বিহার সভা কক্ষে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম। প্রমিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ডেপুটি ডাইরেক্টর কলিন লিফ্রাংক, পরিচালক প্রফেসর ভিনসেন্ট লিফিবরি, রিসার্চ ইঞ্জিনিয়ার জিন প্যাচকেল।
অনুষ্ঠানে ইপস্থিত ছিলেন উক্ত দপ্তরের আঞ্চলিক পরিচালকগন সহ বিভিন্ন জাুঘরের কাস্টোডিয়ান ও বিভিন্ন গ্রেডের কর্মকর্তাগন। প্রশিক্ষণের তৃতীয় দিন কার্বন-১৪ পরীক্ষা পদ্ধতি মহাস্থানগড় খননস্থলে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। কি ভাবে উদ্ধাকৃত পুরাকীর্তির সময়কাল নির্ধারণ করা হয়।