বুধবার, ২৯ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
বদলগাছী প্রতিনিধি
এশিয়া উপমহাদেশের মধ্যে অন্যতম প্রাচীন ঐতিহ্যের নিদর্শন পাহারপুর বৌদ্ধ বিহারের মেইন গেট খুলে দিতে দেরি হওয়ায় কর্মচারীদের মারপিট ও টিকিট কাউন্ডার ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। পাহাড়পুর বৌদ্ধবিহারের কাস্টোডিয়ান জানান, গতকাল শুক্রবার বেলা ১১ টার পর এমপি অ্যাড. নুরুল ইসলাম তার লোকজন নিয়ে পাহাড়পুর আসেন এবং বিকেল ৪ টার দিকে ফিরে যান। যাওয়ার সময় মেইন গেট খুলে দিতে দেরি হওয়ায় বুকিং কর্মচারী মঞ্জুরুল ইসলামসহ কয়েকজন কর্মচারীকে এমপি সাথে থাকা নেতাকর্মীরা মারপিট করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টিকিট কাউন্টারে এসে ভাঙচুর করে ক্যাশবাক্স থাকা টাকা ও টিকিট ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেয়। কাস্টোডিয়ান মো. সাদেকুজ্জামান জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বদলগাছী থানায় কোন অভিযোগ করা হয়নি।