নিজস্ব প্রতিবেদক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। আর মাত্র বাকি ৪ দিন। প্রার্থীরা এখন প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। রাজশাহীর ৬ টি আসনেই উৎসবমূখর পরিবেশে চলছে প্রচারণা।
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন : রাজশাহীর গোদাগাড়ীতে নৌকা প্রতীকের প্রার্থী ফারুক চৌধুরীর পক্ষে বিশাল প্রচার মিছিল করা হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) বিকাল ৩টা সময় গোদাগাড়ী পৌরসভার ৯নংওয়াডের্র সুলতানগঞ্জ মোড় থেকে একটি বিশাল প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রচার মিছিলে নের্তৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইনস্টিটিউট ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এরশাদ আলী আকাশ। দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দেওয়ার সাধারন মানুষকে ভোট কেন্দ্র গিয়ে ভোট আহ্বান জানান। এ সময় পৌর আওয়ামীলীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান, পৌর যুবলীগ সহসভাপতি সোহেল রানা,ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি ইমরান আলীসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
রাজশাহী-২ (সদর) আসন :
রাজশাহী-২ আসনের কাঁচি প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাকে জয়যুক্ত করার লক্ষ্যে রাজশাহী সিটি করপোরেশনের ৩০ টি ওয়ার্ডে একযোগে গণসংযোগ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেল ৩ টায় একযোগে গণসংযোগ ও প্রচার মিছিলে ওয়ার্ডে ওয়ার্ডে হাজার হাজার মানুষের ঢল নামে। রাজশাহী মহানগরে আওয়ামী লীগের ৩৭ টি সাংগঠনিক ওয়ার্ডের পাশাপাশি অঙ্গ, সহযোগী সংগঠনের আয়োজনে এই গণসংযোগ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। এদিন স্লোগানে স্লোগাকে কাঁচি প্রতীকের জয়ধ্বন্নিতে প্রকম্পিত হয় রাজশাহী -২ (সদর) আসন।
এদিন ওয়ার্ডগুলোতে ঘুরে ঘুরে নেতা-কর্মীদের উদ্বুদ্ধ করেন রাজশাহী-২ আসনের কাঁচি প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। এসময় তার সঙ্গে মহানগর আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা বলেন, যে বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করি, আজ তার প্রতীক নিয়ে নির্বাচন করতে পারছি না। সে প্রতীক অন্যরা ছিনতাই করে নিয়ে গেছে। বিগত ১৫ বছর ধরে নৌকাকে ফুঁটো করেছে। আমরা আওয়ামী লীগের নেতা-কর্মীরা জনগণের কাছে জবাবদিহি করি। আর হওয়ায় ভেসে নৌকা ছিনতাই করে আওয়ামী লীগেরই ক্ষতি করে। শুধু আওয়ামী লীগেরই নয়; জনসম্পৃক্ততার ন্যূনতম কোন কাজও তিনি করেন নি। এই যখন বাস্তবতা, তথন শুধু রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীরাই নয়; সর্বস্তরের সাধারণ মানুষ পরিবর্তনের পক্ষে কাঁচি প্রতীককে বিজয়ী করতে মাঠে নেমেছে। কাঁচির এই গণজোয়ার ৭ তারিখে ভোট বিপ্লব ঘটাবে।
কাঁচি প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা আরও বলেন, নৌকার ভূয়া মাঝি হটাও আন্দোলনে দু’একজন দুষ্কিতিকারী ছাড়া সর্বস্তরের আ’লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে রাত-দিন কাঁচি প্রতীকের বিজয়ের লক্ষ্যে কাজ করছে। হাজার হাজার সাধারণ ভোটারের সঙ্গে আমাদের কথা হচ্ছে। ভোটাররা বলছেন, আপনি কাঁচি প্রতীক নিয়ে নির্বাচনে দাঁড়িয়েছেন। আমরা সাধারণ ভোটাররা ভোট দেয়ার মতো একটা জায়গা পেয়েছি। আপনি নির্বাচনে না আসলে ভোট কেন্দ্রেই যেতাম না। সাধারণ মানুষের এই অভিব্যক্তি বিগত দিনে এই আসনে যিনি নেতৃত্ব দিয়েছেন, তার ব্যর্থতার উদাহরণ। একারণেই মানুষ উন্নয়ন ও অগ্রগতির প্রতীক হিসেবে কাঁচি প্রতীকেই আস্থা রাখছে। এসময় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে আধুনিক স্মার্ট রাজশাহী গঠনে কাজ করার অঙ্গীকার করেন রাজশাহী-২ আসনের কাঁচি প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।
গণসংযোগে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মো. মোসাব্বিরুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সদস্য নজরুল ইসলাম তোতা,মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব, মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবীন সবুজ, রাসিক কাউন্সিলরবৃন্দ, ৩৭ টি সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি ও অন্যান্য নেতৃবৃন্দসহ মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, যুব মহিলালীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিকালে নগরীর বিনোদনপুর বাজার থেকে তালাইমারি পর্যন্ত নির্বাচনি প্রচার মিছিল করা হয়। প্রচার মিছিলে নেতৃত্ব দিয়েছেন নৌকার প্রার্থী ফজলে হোসেন বাদশা ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
পথসভায় নৌকার প্রার্থী ও বর্ষীয়ান রাজনীতিবিদ ফজলে হোসেন বাদশা বলেন, শেখ হাসিনার দেয়া নৌকা নিয়ে তা ভোটের মাঠে লড়াই করছি। এ লড়াইয়ে আমরা অবশ্যই জিতবই। জননেত্রী শেখ হাসিনা আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। সেদিন আমরা দেখতে চাই, আজকে যারা শেখ হাসিনার নৌকার বিরোধিতা করছে, তারা সেদিন কোথায় থাকবে।
মিছিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আ’লীগের জাতীয় কমিটির সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান, রাজশাহী মহানগরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, সহ-সভাপতি রেজাউল ইসলাম বাবলু, সহ-সভাপতি বদরুজ্জামান খায়ের, মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, যুবমৈত্রীর কেন্দ্রীয় সভাপতি তৌহিদুর রহমান প্রমুখ।
এদিন সকাল সাড়ে ১০ টায় নগরীর দোশর মন্ডল মোড়, মাছুয়াপাড়া, সাগরপাড়া, ঘোড়ামার, সাহেব বাজার জিরো পয়েন্ট ও বিকাল ৪ টায় খুলিপাড়া, টিকাপাড়া, সাধুর মোড়, বালিয়াপুকুর, শান্তিবাগ ও আশেপাশের এলাকায় গণসংযোগ করেন রাজশাহী- সদর ২ আসনে জাসদ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল মাসুদ সিদ্দিকী।
রাজশাহী-৩ (পবা- মোহনপুর) আসন :
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান আসাদ বিকেলে রাজশাহীর পবা উপজেলার হাট চন্দ্রপুর কলেজ মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী সভা করেন। আসাদুজ্জামান আসাদ বলেন, যারা আজকে নির্বাচন বন্ধের ষড়যন্ত্র করছেন, আপনাদের বিবেক কি একবারও বলে না, ৭১- এ আমেরিকা আমাদের বিরুদ্ধে কী অবস্থান নিয়েছিল? শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সেই উঁচু মাথা এরা নিচু করতে চায়। যারা জানুয়ারির এক তারিখে ছাত্র ছাত্রীদের হাতের বই বন্ধ করতে চান, বিধবা মায়ের ভাতা বন্ধ করতে চান, বয়স্ক পিতার বন্ধ করতে চান, শিক্ষা উপবৃত্তির টাকা বন্ধ করতে চান, ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যসেবা বন্ধ করতে চান, ওদের কথায় যদি কান দেন বাংলাদেশের মাথা আবার নিচু হবে।
পারিলা ইউনিয়ন আ‘লীগের সভাপতি সোহরাব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নবীবুর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মানজাল, সদস্য ফারুক হোসেন ডাবলু, রাজশাহী মহানগর আ‘লীগের সদস্য হাবিবুর রহমান বাবু, রাজশাহী জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাবেক সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী প্রমুখ। এর আগে, মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরীর সিটি হাট সংলগ্ন জেলা আওয়ামী লীগের কার্যালয়ে মোহনপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আসাদুজ্জামান আসাদ। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক এনামুল হক। মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন কবিরাজ সঞ্চালনা করেন।
রাজশাহী-৪ (বাগমারা) আসন :
আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ নৌকার বিজয়ে ভোটারদের মাঝে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার (২ জানুয়ারি) উপজেলার বাসুপাড়া ইউনিয়নের প্রতিটি গ্রামে দলীয় নেতা-কর্মীদের নিয়ে প্রচারণা চালান। মঙ্গলবার সকাল থেকে তিনি বাসুপাড়া ইউনিয়নের গ্রামে গ্রামে গিয়ে গনসংযোগ ও পথসভা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কমিটির আহবায়ক এ্যাড. ইব্রাহিম হোসেন, সদস্য সচিব সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. জাকিরুল ইসলাম সান্টু প্রমুখ।
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসন : আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা নৌকার বিজয়ে ভোটারদের মাঝে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। জিউপাড়া ইউনিয়নের প্রতিটি গ্রামে দলীয় নেতা-কর্মীদের নিয়ে প্রচারনা চালান। এ সময় উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু প্রমুখ।
রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসন : রাজশাহী-৬ আসনের বাঘা উপজেলার আড়ানী পৌরসভা ও পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নে পথসভায় ও গণসংযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। একই আসনে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য রাহেনুল হক রায়হানকে বিজয়ী করার লক্ষ্যে গণসংযোগ ও নির্বাচনি পথসভা অনুষ্ঠিত হয়েছে।