রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
পায়ুপথে অভিনব কায়দায় ইয়াবা লুকিয়ে রাখা অবস্থায় নাজমুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। গতকাল শনিবার দুপুর একটার দিকে নগরীর মতিহার থানার নওদাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নাজমুল ওই এলাকার মৃত ওসমান আলীর ছেলে।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে নাজমুলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় নাজমুলকে গ্রেফতার করে তার শরীর তল্লাশি চালানো হয়। পরে তার পায়ুপথের মধ্যে পলিথিনে মোড়ানো অভিনব কায়দায় রাখা ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।