বুধবার, ৯ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
পৃথিবী মানুষের বাসের যোগ্য হয়েছে। নিজেরাই নিজের খাবার তৈরি করতে শিখেছে। নিজের তৈরি করা খাবার নিজে খেয়ে আজকের মানুষ বেঁচে রয়েছে। কৃষিকাজ করা মানুষের একটি প্রধান বৈশিষ্ট। কিন্তু কোথা থেকে মানুষ কৃষক হল সেটা কী কেউ জানেন।
শুনলে অবাক হয়ে যাবেন পিঁপড়ে থেকে মানুষ প্রথম কৃষিকাজ করার বুদ্ধি দিয়েছে। এই পৃথিবীতে প্রথম কৃষকের ভূমিকা নিয়েছে পিঁপড়ে। তারা ৬৬ মিলিয়ন বছর আগে তাদের কৃষিকাজ শুরু করে। সেই থেকে তারা আর কোথাও থেমে থাকে নি। সারাদিন ধরে যে কৃষিকাজ করে যেতে হবে সেটা তারা প্রথম দেখিয়েছে।
সমীক্ষা থেকে জানা গিয়েছে এই পৃথিবী থেকে ডাইনোসর যুগের শেষ হওয়ার পর থেকে পিঁপড়ে নিজের কাজ করতে শুরু করে। তারা তখন মাটির ওপর প্রচন্ড গরমের ফলে থাকতে পারত না। ফলে তারা মাটির নিচে কৃষিকাজ করে নিজের জীবন কাটাত।
এরপর ধীরে ধীরে পৃথিবী ঠান্ডা হলে ফের মাটির ওপর উঠতে শুরু করে তারা। কিন্তু দীর্ঘদিন মাটির নিচে থাকার ফলে তারা সেখানকার পরিবেশে নিজেকে মানিয়ে নিয়েছিল। তাই মাটিকে তারা ছাড়তে পারেনি।
এরপর তারা মাটির নিচে নিজের বাড়ি তৈরি করে। সেখানে নিজের খাবার জমিয়ে রাখে। মানুষের পূর্বপুরুষ তাদের কাজ এবং মাটির নিচে কাজ করা দেখেই কৃষিকাজ করার বিষয়ে চিন্তা করেছিল।
তথ্যসূত্র: আজকাল অনলাইন