পিএমএল-এন এর প্রধানমন্ত্রী প্রার্থী শাহবাজ

আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ১:২২ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক:পাকিস্তান পিপলস পার্টি- পিপিপি-র সঙ্গে জোট বেঁধে পাকিস্তানে নতুন সরকার গঠনের পথে অগ্রসর হচ্ছে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)। তবে দলটির প্রধানমন্ত্রী প্রার্থী নওয়াজ শরিফ নয় বরং তার ছোট ভাই শাহবাজ শরিফ হচ্ছেন বলে জানিয়েছেন দলটির মুখপাত্র মারিয়াম আওরঙ্গজেব।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) এক পোস্টে তিনি লেখেন, নওয়াজ শরিফ নিজে ছোট ভাই শাহবাজকে প্রধানমন্ত্রী পদের জন্য মনোনিত করেছেন।

গত বৃহস্পতিবার পাকিস্তানে জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। একই দিনে ৪টি প্রাদেশিক পরিষদের নির্বাচনেও ভোট হয়।
জাতীয় নির্বাচনে পার্লামেন্টে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেনি। সেদিন পার্লামেন্টে ২৬৪টি আসনে ভোট গ্রহণ হয়। ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৯২টি, পিএমএল-এন ৮০টি ও বিলাওয়াল ভুট্টোর পিপিপি ৫৪টি আসন পেয়েছে। বাকি আসনগুলো পেয়েছে অন্যান্য দল।

পাকিস্তানে এককভাবে সরকার গঠন করতে হলে পার্লামেন্টে অন্তত ১৩৪ আসন পেতে হয়। যেহেতু কোনো দল প্রয়োজনীয় আসন পায়নি তাই জোট সরকার গঠনের তৎপরতা শুরু হয়। শুরু থেকেই পিপিপি এবং ১৭টি আসন পাওয়া মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তানের (এমকিউএম-পি) নেতাদের সাথে আলোচনা চালিয়ে যায় পিএমএল-এন নেতারা।

গত রোববার লাহোরে পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টোর বাসায় দুই দলের নেতাদের বৈঠক হয়। বৈঠক শেষে দুই দল জানায়, পাকিস্তানে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ঐকমত্যে পৌঁছেছে তারা। তবে জোট সরকারের প্রধানমন্ত্রী কে হচ্ছেন সে বিষয়ে সেদিন কিছু জানানো হয়নি।

এসব বিষয় নিয়ে সোমবার ও মঙ্গলবার পিপিপির কেন্দ্রীয় কমিটির বৈঠক হয়। এরপর মঙ্গলবার বিলাওয়াল একটি সংবাদ সম্মেলনে নিজেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে প্রার্থিতা থেকে প্রত্যাহার করে নেন। বলেন, কেন্দ্রে পিএমএল-এন এর প্রধানমন্ত্রী প্রার্থীকে সমর্থন দেবেন তারা। তবে সরকারে থাকবেন না। কেন্দ্রে মন্ত্রিসভায় থাকার ইচ্ছাও নেই তাদের।

তথ্যসূত্র: বিডিনিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ