সোমবার, ২৭ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
বাই আউট ক্লজের পুরোটা ব্যাংকে না পাওয়ায় নেইমারের আন্তর্জাতিক ট্রান্সফার সার্টিফিকেট এতদিন প্যারিস সেন্ত জার্মেইতে পাঠায়নি বার্সেলোনা। এজন্য ফরাসি ক্লাবে ব্রাজিলিয়ানের অভিষেক ঝুলে ছিল। এমিয়েঁর পর গুইনগাম্পের বিপক্ষে লিগ ওয়ানের টানা দুই ম্যাচে তার খেলা ছিল শঙ্কায়। অবশেষে এ ঝামেলা মিটে গেছে। নতুন ক্লাবের জার্সি প্রথমবার পরতে যাচ্ছেন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়।
গোল জানিয়েছে, বার্সেলোনা তাদের বাই আউট ক্লজের পুরো অর্থ বুঝে পেয়েছে। পিএসজির কাছে আন্তর্জাতিক ট্রান্সফার সার্টিফিকেট তারা পাঠিয়ে দেওয়ার সবুজ সংকেত দিয়েছে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনকে। শনিবার মধ্যরাতের মধ্যে সব প্রক্রিয়া শেষ হয়ে যাবে।
এর পরই পিএসজিতে নেইমারের নিবন্ধন চূড়ান্ত হবে। আগামী রোববার গুইনগাম্পের বিপক্ষে অভিষেক হতে আর কোনও বাধা থাকবে না তার।
২২২ মিলিয়ন ইউরোতে গত সপ্তাহে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেন নেইমার। শুক্রবার মিডিয়ার সামনে অনুশীলন করেছেন তিনি। এবার পিএসজির জার্সিতে তাকে মাঠে দেখার অপেক্ষা।-গোল,বাংলা ট্রিবিউন