পিটিআইয়ের সঙ্গে আলোচনা করবে না এএনপি

আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ৪:৪৯ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক :কারাবন্দি ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর সঙ্গে আলোচনার কথা উড়িয়ে দিয়েছে আওয়ামী ন্যাশনাল পার্টি (এএনপি)। দলটির দাবি করেছে, পিটিআই এএনপি’র ম্যান্ডেট চুরি করেছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) পাকিস্তানি গণমাধ্যম ডন এই খবর দিয়েয়েছে।

এক বিবৃতিতে এএনপি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিয়া ইফতিখার হুসেন বলেন, পিটিআই-এর সিনিয়র নেতা ও সাবেক জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার তাদের দলীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছেন।

তবে হুসেইন বলেছিলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় একটি দল হিসেবে পিটিআই-এর সঙ্গে আলোচনায় বসা উপযুক্ত নয় বলে মনে করেছিল এএনপি।
হুসেইন বলেন, নির্বাচনে কারচুপির মাধ্যমে পিটিআইকে সরকার দেয়া হচ্ছে। এই পরিস্থিতিতে প্রতিবাদ সমাবেশ করাই এএনপির একমাত্র বিকল্প। তিনি বলেন, ‘এএনপি পরাজিত হয়েছে এবং পিটিআই সমর্থন পেয়েছে।’

তিনি আরো জানান, নির্বাচনি কারচুপি, ফলাফল পরিবর্তন এবং টাকা দিয়ে ভোট কেনার বিরুদ্ধে ২০ ফেব্রুয়ারি থেকে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে এএনপি।
তথ্যর্সূত্র: বাংলাট্রিবিউন

এ বিভাগের অন্যান্য সংবাদ