বঙ্গবন্ধু কলেজে পিঠা উৎসব

আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ৮:৫৯ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:বুধবার ১ ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ, ১৪ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ। বঙ্গবন্ধু কলেজ রাজশাহীতে সকাল সাড়ে ৯টায় বসন্ত বরণ ও পিঠা উৎসব উদ্যাপিত হয়। অনুষ্ঠানের শুরুতে কালচারাল ক্লাবের সদস্যরা জাতীয় সংগীত পরিবেশন করে। এরপর সকল শহিদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং বসন্ত বরণ গান দিয়ে অনুষ্ঠান আরম্ভ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বঙ্গবন্ধু কলেজ রাজশাহীর গভর্নিং বডির সভাপতি মো. মজিবুর রহমান।

বিশেষ অতিথি কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান এবং পিঠা উৎসব কমিটির আহবায়ক ড. মো. গিয়াস উদ্দীন। এছাড়াও শিক্ষক প্রতিনিধি আব্দুস সালাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, কমিটির সদস্য ফেরদৌসী বেগম,জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক প্রভাষক হাসিবুর রহমান, বিভাগীয় প্রধানগণের মধ্যে ইতিহাস বিভাগের লুৎফর রহমান, হিসাব বিজ্ঞান বিভাগের মিয়াজ উদ্দীন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ইকবাল হোসেন, সমাজকর্ম বিভাগের আব্দুল্লাহ হেল শাফি, ব্যবস্থাপনা বিভাগের লাইলুন নাহার,দর্শন বিভাগের শাহানারা আখতার, সমাজ বিজ্ঞান বিভাগের ওয়াহিদা সুলতানা, বাংলা বিভাগের মোসাম্মৎ জোহুরা খাতুন,

ইংরেজি বিভাগের বেগম রুকসানা খাতুন, মার্কেটিং বিভাগের সহকারি অধ্যাপক শরিফুল ইসলাম সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আহবায়ক মাসুদ রানা এবং কমিটির অন্যান্য সদস্য আহসান হাবীব সুমন ও মাসুদ রানা উপস্থিত ছিলেন। উৎসাহ উদ্দীপনার মধ্যে আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন সভাপতি । অধ্যক্ষ সভাপতি এবং কমিটির সকল সদস্য ও অন্যান্য শিক্ষকবৃন্দ কলেজ হতে অংশগ্রহণকারি ১৪টি স্টল পরিদর্শন করেন। কালচারাল ক্লাবের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে ক্রীড়া কমিটির আয়োজনে কলেজের আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ