পিতা হত্যার প্রতিশোধে

আপডেট: আগস্ট ১১, ২০১৭, ১২:৫০ পূর্বাহ্ণ

এস এম তিতুমীর


বরফ জমা রাত
নিহত বিবেকের সমাধিতে
ফুল দিতে দিতে যোদ্ধারা কেঁদে ওঠে
প্রজন্মের পায়ে প্রজন্ম রক্ত মেখে
রাস্তার দু ধারে ঘাসেরা সবুজ হয়
নীলকণ্ঠি পাখির ডানায়
বিরহের আকাশটা ভেঙে পড়লে
স্তব্ধ হয় চারদিক। ফিনিক্স ছাইয়ের নীড়ে
পড়ে নতুন আলো, জাগে পৃথিবী

নতুন মুখের সূর্যটা লাগে নতুন শরীরে
নৃশংস নারকীয়তায় তখন নর-নারী
বিস্মিত ঝুলেপড়া চেতনার মাঠে
বুলেট আর বেয়োনেটের নির্মমতা দ্যাখে

যারা ঘাতক তাদের কি জানোয়ার বলা সাজে
কিংবা খবিস? না, এর চেয়েও নিকৃষ্ট তারা
রক্ত
আর
রক্ত
সিঁড়ি বেয়ে নিচে নামে

ঘাসলতিকা কাঁদে, কাঁদে দক্ষিণের নদী
উত্তরের মাঠ আর পূবের আকাশ
পশ্চিম কোলে নিয়ে লালিমা লালন করে কষ্ট
পিতা হত্যার প্রতিশোধে, জ্বলে
লোকে লোকে মিছিলে মিছিলে…