পুকুরে ডুবে আ’লীগ নেতা মীর ইকবালের দৌহিত্রের মৃত্যু

আপডেট: অক্টোবর ১৮, ২০১৬, ১১:৪৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক
পুকুরে ডুবে আওয়ামী লীগ নেতা মীর ইকবালের দৌহিত্র মীর ইত্তিহাজ নামে দুই বছরের শিশু মৃত্যুবরণ করেছে (ইন্নালিল্লাহে…রাজেউন)। গতকাল মঙ্গলবার বেলা ২টায় নাটোর গুরুদাসপুর কাঁচিকাটা এলাকায় অবস্থিত নানীর বাড়ির বাসভবন সংলগ্ন পুকুরে ডুবে সে মারা যায়।
আত্মীয়স্বজনরা জানান, তার বাবার নাম মীর রাজু। তার বাড়ি নগরীর টিকাপাড়া এলাকায়। মৃতের দাদা আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য ও নগর আওয়ামী লীগ সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মীর ইকবাল এবং চাচা নগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মীর ইসতিয়াক আহাম্মেদ লিমন।
আত্মীয় স্বজনরা জানান, গতকাল বেলা ২টায় গুরুদাসপুরে অবস্থিত নানীর বাড়িসংলগ্ন পুকুরে ডুবে ইত্তিহাজ মারা যায়। রাত ১০টায় টিকাপাড়া গোরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
শোকপ্রকাশ : তার মৃত্যুতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার গভীর শোক প্রকাশ করেছেন। গতকাল এক শোক বার্তায় তারা বলেন, তার মৃত্যুতে নগর আওয়ামী লীগের সকল নেতবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ