পুকুরে ভাসমান লাশের পরিচয় সনাক্ত

আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২৪, ১১:৪১ পূর্বাহ্ণ


তপন কুমার সরকার, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর আত্রাইয়ে পুকুরে ভসমান অজ্ঞাত মৃতদেহের পরিচয় পাওয়া গেছে। মৃত জাহাঙ্গীর আলম নাটোর জেলাধীন নলডাঙ্গা উপজেলার ঠাকুরলক্ষীকোল গ্রামের সোনাম উল্লার ছেলে। সে পেশায় একজন অটো চালক। মৃতের পরনে ছিলো কালো রঙের টাওজার ও কফি রঙের হাফ হাতা গেঞ্জি।

রোববার দুপুর ১টার দিকে উপজেলার সুটকিগাাছা-বান্দাইখাড়া সড়কের পাশে একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে আত্রাই থানা পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার বেলা ১২টার দিকে লাশটি সড়কের পাশে পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম বলেন, জাহাঙ্গীরের ছবিসহ নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার পরিবারের লোকজন বিকাল সারে পাঁচটার পর থানায় এসে মরদেহ সনাক্ত করে।

লাশের শরীরে কোনরুপ আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।