মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:পুঠিয়ায় ট্রলির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মাথায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৭:৪৫ টার সময় উপজেলার জিউপাড়া ইউনিয়নের মধুখালী পূর্ব বালিয়ডাঙ্গা আঞ্চলিক পাকা রাস্তার উপর এই দুর্ঘটনা ঘটে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান এতথ্য নিশ্চিত করেছে। নিহত মোটরসাইকেল আরোহী হলেন, নাটোরের আগদিঘী হাটপাড়া গ্রামেরর মৃত-তমিজ উদ্দীনের ছেলে কাবিল সোলেমান (৫৫)।
জানা যায়, সোমবার সকালে মধুখালী পূর্বপাড়া গ্রামের জনৈক আবেদ আলীর বাড়ির সামনে নাটোরের দিক থেকে আসা একটি গোবর বোঝাই ট্রলি ও রেজিস্ট্রেশন বিহীন ডায়াং-৮০ মটর সাইকেলের আরোহী কাবিল সোলেমান (৫৫) কে পিছন দিক থেকে ট্রলি ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। অজ্ঞাত ট্রলির ড্রাইভার হেলফার পলাতক, ঘটনাস্থলে পুঠিয়া থানা পুলিশ উপস্থিত হয়ে রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক করেন। #